ঢাকার উত্তরা এলাকায় ভুয়া অফিস স্থাপন করে উচ্চ পদে চাকরি দেওয়ার এবং ঘড়ি আমদানি-রপ্তানি ব্যবসার প্রলোভন দেখিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর তাঁতিবাজার মোড় সংলগ্ন মালিটোলা পার্ক এলাকা থেকে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তাররা হলেন:
- সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬)
- মোশারফ হোসেন (৬৪)
- মো. শাহজাহান (৪৬)
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ভুক্তভোগী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর জনৈক আব্দুর রশিদ তাঁকে উত্তরা এলাকায় একটি ভুয়া অফিসে ডেকে উচ্চ পদে নিয়োগ ও ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখান।
ভুক্তভোগীকে বিসিজে (বাংলাদেশ চায়না জাপান) নামের গ্রুপে ২,৫০০ মার্কিন ডলার মাসিক বেতনে পরিচালক পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ঘড়ি আমদানি-রপ্তানি ব্যবসায়ে দ্রুত লাভের সুযোগ দেখানো হয়। প্রতারকরা বিনিয়োগ ও মুনাফা ভাগাভাগির মৌখিক চুক্তি পর্যন্ত করান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেন যে, তারা ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। পরবর্তীতে ভুক্তভোগীর ওপর আরও ১০ লাখ টাকা নেওয়ার চাপও প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী ১৪ সেপ্টেম্বর ডিএমপির তুরাগ থানায় মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, চক্রটি অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মকর্তাদের টার্গেট করে অর্থ আত্মসাৎ করে এবং প্রতিটি অপরাধের সময় ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করে।
গ্রেপ্তাররা এই মামলার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। মামলার তদন্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট পরিচালনা করছে। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।