বাংলাদেশ সরকার কুয়েতের সঙ্গে সচিব পর্যায়ের আলোচনা আয়োজন করেছে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) প্ল্যাটফর্মে। বৈঠকটি রোববার (১৯ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে ১১টার পর শুরু হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম, কুয়েতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার করা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার, সরাসরি ফ্লাইট চালু, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সমন্বয়, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্রসহ অবকাঠামো, কৃষি ও হালাল পণ্যের সার্টিফিকেট প্রদান নিয়ে আলোচনা হবে।

একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে কুয়েত থেকে বাংলাদেশকে সার সরবরাহের বিষয়ে আলোচনা হবে। এছাড়া, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে সেনাপ্রধান বা পিএসও-র সঙ্গে সাক্ষাৎ করে সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম জানিয়েছেন,কুয়েতের সঙ্গে আমাদের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সচিবেরা প্রথমবারের মতো আলোচনা করছেন। বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-কুয়েত সম্পর্ক বিভিন্ন খাতে ঘনিষ্ঠ এবং এই বৈঠক দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।