আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তুতি, দায়িত্ববণ্টন ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করবে।

নির্বাচন কমিশন এই বৈঠকের মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে চায়।