পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার করা হয়েছে। এর বড় একটি অংশ প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতির মতো করে সংঘটিত হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পরবর্তী প্রজন্মের পেশা : নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের রূপান্তর’ শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল প্রতিবেশী দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত উদ্যোগের পক্ষে অবস্থান নেয়।

তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল উদ্ভাবন শুধু একটি বা দুটি নয়, বরং বিশ্বজুড়ে নানা পেশাকে আমূল পরিবর্তন করে দিচ্ছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে স্থায়িত্ব, স্বচ্ছতা এবং নৈতিক চর্চার ওপর আন্তর্জাতিকভাবে ক্রমেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তি ও টেকসই সক্ষমতার এই সমন্বয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে হলে দেশের পেশাজীবীদের কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ হলেই চলবে না, তাদের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার দিকেও সমানভাবে মনোযোগী হতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ভবিষ্যতের পেশাজীবীদের জন্য নৈতিকতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বিত দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।