জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সাদুল্লাপুর চৌমাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়া।
বক্তারা পথসভা থেকে দাবি করেন, এই মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় নিশ্চিত করতে হবে। তারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা হবে। এ সময় বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
ইএফ/