জুলাই গণঅভ্যুত্থানের সময়কার আলোচিত এবং সাহসী রিকশাচালক সুজন এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আন্দোলনের চরম মুহূর্তে রাস্তায় তার স্যালুট দেওয়ার দৃশ্যটি ভাইরাল হয়েছিল। এনসিপি থেকে মনোনয়ন পেলে তিনি এই আসনে বিএনপির প্রার্থী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিক ভাইদের পাশাপাশি রিকশাচালক ভাইয়েরাও সম্মুখ সারিতে লড়াই করেছেন। তিনি রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং উল্লেখ করেন যে শত শত রিকশাচালক ভাইয়েরা ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
খান মুহাম্মদ মুরসালীন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তারা চেষ্টা করছেন জুলাইয়ে যুদ্ধ করা সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। এই পদক্ষেপটি গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের ভূমিকার প্রতি দলের সম্মান প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সুজনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় ঢাকা-৮ আসনে এবার একটি ভিন্ন ধরনের রাজনৈতিক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ইএফ/