চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রাতের আঁধারে নির্জন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই প্রথম বিষয়টি শনাক্ত করেন।

নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে ব্যবসা শুরু করেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য মধ্যরাতের দিকে কেউ একজন সড়কের পাশে একটি দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। কাছে যেতেই তারা মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মরদেহের শরীরে চারটি গুলির চিহ্ন স্পষ্ট দেখা গেছে। ঘটনাস্থলের পাশেই মান্নানের মোটরসাইকেলটি পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হতে পারে এবং মোবাইলটি নিয়ে যাওয়া হয়েছে তথ্য নষ্ট করার উদ্দেশ্যে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা জড়িত তা নিশ্চিত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং ব্যক্তিগত শত্রুতাসহ সব দিক খতিয়ে দেখছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মান্নানের পরিচিত অনেকেই বলছেন, সম্প্রতি তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না সেটি পুলিশ তদন্তে বের হলে পরিষ্কার হবে।