বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস। এ দলে সাতজন জার্মান নাগরিক দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় ফ্রাঙ্কো–জার্মান দূতাবাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপে জার্মানি উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে। সাত জার্মান সদস্য দীর্ঘমেয়াদে মাঠে কাজ করবেন।”

রাষ্ট্রদূত আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে সহায়তা করবে বলে তারা বিশ্বাস করেন। তিনি বলেন, “আমি আশা করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”