ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’, যেখানে শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমের প্রকাশ ঘটেছে রঙিন আঁচড়ে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, বাঙালির ঐতিহ্য এবং জাতীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছেন।

অনুষ্ঠানটি শুধু শিশুদের শিল্পচর্চার জন্যই নয়, বরং জাতীয় দিবসের তাৎপর্যও প্রজন্মের মনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানের আনন্দ ও রঙিন পরিবেশ আরও বৃদ্ধি করেছে।

পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেলের এক্সেকিউটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর শাহিদ হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান এবং পিআর ও কমিউনিকেশন বিভাগের প্রতিনিধি দেওয়ান ফারহানা মাসুক ইরা।

পুরস্কার প্রদানকালে বিজয়ীদের রিওয়ার্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে হাতবাক্স, বোম্বে সুইটস, ফেবার-ক্যাস্টেল এবং রুম টু রিড, যা শিশুদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়েছে।

সব অংশগ্রহণকারী শিশুকে সনদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্মের সৃজনশীলতা এবং জাতীয় চেতনাকে আরও এগিয়ে নেওয়া যায়।