বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় এগিয়ে আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ২৯ ডিসেম্বর, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পুনঃতফসিল ঘোষণা করে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

পুনঃতফসিল অনুযায়ী—

  • ২২ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • ২৪ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
  • ২৬ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
  • ২৭ নভেম্বর–১ ডিসেম্বর: মনোনয়নপত্র বিতরণ
  • ২–৩ ডিসেম্বর: মনোনয়ন দাখিল
  • ৪ ও ৬ ডিসেম্বর: মনোনয়নপত্র বাছাই
  • ৭ ডিসেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
  • ৮ ডিসেম্বর: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
  • ৯ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১০ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
  • ২৪ ডিসেম্বর: সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ, এরপর গণনা ও ফল ঘোষণা

উল্লেখ্য, ১৮ নভেম্বর কমিশন প্রথম তফসিল ঘোষণা করে ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু ১৯–৩১ ডিসেম্বর শীতকালীন ছুটিতে ক্যাম্পাস ফাঁকা থাকার কারণে শিক্ষার্থীরা ওই তফসিল প্রত্যাখ্যান করেন। অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন ছুটির সময় সম্ভব নয়—এই যুক্তিতে তাঁরা কমিশনের কাছে পুনর্বিবেচনার দাবি জানান। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সময় এগিয়ে এনে নতুন তফসিল প্রকাশ করে।