৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা। হঠাৎ এই অবরোধের ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আরিচাগামী লেন আটকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। প্রায় ২০ মিনিট অবরোধের পর, দুপুর ১টা ৫৫ মিনিটে তারা সড়ক ছেড়ে দেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সাধারণত যে কোনো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পরে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়া হয়। কিন্তু এবারের ৪৭তম বিসিএসে মাত্র দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, যা তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নয় বলে উল্লেখ করেন তারা।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থী হাসান বলেন, দুই মাসে বিসিএসের রিটেনে পাস করা প্রায় অসম্ভব। অন্তত আরও ২–৩ মাস সময় বাড়ানো উচিত, যাতে সবাই ঠিকমতো সিলেবাস সম্পন্ন করতে পারে। তিনি দাবি করেন, কমিশন চাইলে কয়েক মিনিটেই সময়সূচি সংশোধন করতে পারে এর নজির রয়েছে পূর্ববর্তী বিসিএসগুলোতে।
আরেক চাকরিপ্রার্থী আরিফ বলেন, ২৭ তারিখেই আমাদের লিখিত পরীক্ষা। এখন আমাদের পড়ার টেবিলে থাকার কথা, কিন্তু সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। তিনি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি। সামান্য সময় বাড়ালেই পরীক্ষার্থীদের চাপ কমবে এবং সবার পক্ষে প্রস্তুতি নেওয়া সহজ হবে।
শিক্ষার্থীরা জানান, প্রস্তুতির ন্যূনতম সময় নিশ্চিত হলে তারা আন্দোলন থেকে সরে আসতে প্রস্তুত। তবে সময় বাড়ানো ছাড়া অন্য কোনো সমাধান তারা গ্রহণযোগ্য মনে করছেন না।