রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারামারি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘর্ষের সূচনা হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শান্তি ফিরেছে। সংঘর্ষের ঘটনায় কোন বড় ধরনের আঘাতের খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা এবং নিরাপত্তা ব্যবস্থার জোর দেওয়া হয়েছে।