রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এবারের রাকসু ও হল সংসদ নির্বাচনে নজির সৃষ্টি করেছে। সাধারণ সম্পাদক (জিএস)সহ বিভাগটির মোট ৩৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
রাকসুর জিএস নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার, যিনি এখন বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তার পাশাপাশি তিনটি হলের ভিপি ও চারটি হলের জিএসসহ অসংখ্য সম্পাদক পদেও জয় পেয়েছে এই বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, নৈতিকতা ও নেতৃত্বগুণেও গড়ে তোলার চেষ্টা করি। এই ফলাফল সেই প্রয়াসেরই প্রতিফলন।”
শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই বলছেন, এই সাফল্য বিভাগটির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।