জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জকসু নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নোটিশপ্রাপ্তরা হলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর আলিম আরিফ। উভয়েই যথাক্রমে শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ নভেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে উক্ত প্যানেলের প্রার্থীরা কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। কমিশন উল্লেখ করেছে, এই ধরনের আচরণ জকসুর গঠন ও পরিচালনা বিধিমালা এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
নির্বাচন কমিশন আরও সতর্ক করেছে, কমিশনের নির্দেশ অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নোটিশটি শিক্ষার্থীদের মনে করিয়ে দিচ্ছে যে, নির্বাচনী আচরণবিধি কেবল রীতি নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও দায়িত্বশীল নির্বাচন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। কমিশনের এই পদক্ষেপ শিক্ষার্থী নেতাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।