ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পরিচয় ও ভৌগোলিক সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করে প্রতিটি কক্ষে বাংলাদেশের মানচিত্র বিতরণ করেছেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুর রহমান তাহসিন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি হলে বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে মানচিত্র তুলে দেন।
তাহসিন জানান, মানচিত্র সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত করা এবং প্রতিটি রুমে হস্তান্তর পুরো প্রক্রিয়াটি তিনি নিজেই তদারকি করেছেন। কয়েকজন শিক্ষার্থীও উদ্যোগটির সঙ্গে যুক্ত হয়ে সহযোগিতা করেন। তার মতে, দেশের ভূগোল, সীমানা ও পরিচিতি সম্পর্কে শিক্ষার্থীদের আরও গভীর ধারণা দেওয়া এই বিতরণের মূল লক্ষ্য।
তিনি বলেন, একজন শিক্ষার্থী যদি নিজের রুমে দেশের মানচিত্র দেখে, তবে দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ে। সবার আগে বাংলাদেশ এই চেতনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি তরুণের মনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হোক, সেটাই চাই।
মুজিব হলের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগটিকে প্রশংসা করেছেন। তাদের মতে, হল জীবনে এ ধরনের কার্যক্রম নতুন হলেও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। দেশের প্রশাসনিক কাঠামো, বিভাগ-জেলা বিন্যাস, ভৌগোলিক বৈশিষ্ট্যসহ জাতীয় পরিচয়ের বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। একজন শিক্ষার্থী বলেন, “মানচিত্র হাতে পাওয়ার পর দেশের ভূগোল সম্পর্কে জানার আগ্রহ অনেক বেড়েছে। এটি সত্যিই প্রশংসনীয় একটি কাজ।”
তাহসিন আরও জানান, জাতীয় পরিচয়ের ভিত্তি গঠনে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, মানচিত্র হলো সেই সচেতনতার প্রথম ধাপ, যা একটি প্রজন্মকে দেশের প্রতি আরও দায়বদ্ধ করে তুলতে পারে।