রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের হুমকিমূলক বক্তব্য ও অছাত্রসুলভ আচরণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা তাকে ‘মব-সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।
রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার জন্য কিছু উসকানিমূলক কর্মকাণ্ড দেখা গেছে, যার প্রতিফলন সামাজিক ও প্রচলিত মিডিয়ায় পরিলক্ষিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশ্যে প্রদত্ত হুমকিমূলক বক্তব্য চরমভাবে অছাত্রসুলভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক পরিবেশের পরিপন্থি।
ছাত্রদল অভিযোগ করে, একজন ছাত্রনেতার শিক্ষকদের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। ‘তালা ঝুলানো’ সংস্কৃতি ও উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, যা রাবি ইতিহাসে কালো অধ্যায় হিসেবে বিবেচিত।
ছাত্রদল আরও জানায়, যেকোনো ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে যেসব ছাত্র চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি হুমকি, অশালীন ও মারমুখী আচরণ জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার সালাহউদ্দিন আম্মার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ গ্রুপে ডিনদের পদত্যাগের জন্য আলটিমেটাম দেন এবং প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার হুমকি দেন, যা নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া এসেছে।