রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনের সময় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী হল সংসদের নেতারা রাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে হলে টহল দিচ্ছিলেন। এ সময় ছাদে কয়েকজন শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখে তারা ধাওয়া দেন। উপস্থিত সদস্যরা তাদের আটক করে হল প্রভোস্ট ও প্রক্টর অফিসে খবর দেন।
আটক শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ ব্যাচের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮–১৯ ব্যাচের সাবিত, এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১–২২ ব্যাচের সাব্বির ও ইমরান।
হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি হল প্রশাসন মাদকের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। সেই প্রেক্ষিতে আমরা টহল দিচ্ছিলাম। ছাদে গিয়ে দেখি কয়েকজন গাঁজা সেবন করছে, আমাদের দেখে দৌড় দেয়। আমরা তাদের ধরে প্রভোস্ট স্যারকে জানাই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, আটক শিক্ষার্থীদের কাছ থেকে গাঁজা ও কিছু নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে। এটি গুরুতর অপরাধ, বিশ্ববিদ্যালয় ও আইন উভয় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।