জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ আজ সকাল ৯টায় শুরু হয়েছে। পরীক্ষাটি ৫টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল প্রথম চারটি শিফটে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৭০ হাজার ২২৩ শিক্ষার্থী। এর ফলে প্রতি আসনে ২২৬ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা থেকে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, “ক্যাম্পাসে সবাইকে একসাথে ডেকে পরীক্ষা নেওয়া শুধু সময় ও অর্থের অপচয় নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও বিরক্তিকর। বিভিন্ন ইউনিটের পরীক্ষা পৃথক বিভাগীয় কেন্দ্রগুলোতে নেওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, “বিভিন্ন কারণে এ বছর শিফট পদ্ধতি বাতিল করা সম্ভব হয়নি এবং বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া যায়নি। তবে আগামী বছরের জন্য আমরা পরীক্ষা পদ্ধতি আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করছি, যাতে এক দিনে পরীক্ষা সম্পন্ন করা যায়।”
জাবির এই ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। প্রতি আসনে ২০০-এর বেশি শিক্ষার্থী লড়াই করছে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জটিলতা ও গুরুত্ব তুলে ধরে। শিক্ষার্থীরা কৌশল ও প্রস্তুতির মাধ্যমে আসন দখল করতে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।