রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, বাংলাদেশে নারী বিদ্বেষের রাজনীতি এখন অতীত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিজাব ও নিকাব পরা নারী শিক্ষার্থীরা নির্বাচিত হওয়া প্রমাণ করছে যে তরুণ সমাজ নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, কেউ যদি নারী শিক্ষার্থীদের কটাক্ষ বা অসম্মান করার চেষ্টা করে, ছাত্রসমাজ তা প্রতিহত করবে। মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেটি কাউকে হেয় করতে পারবে না। দেশে কোনো অপসংস্কৃতি শিকড় গেঁথে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ভিপি জাহিদ সহপাঠী সায়মার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার মানুষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ২৩টির মধ্যে ২০টি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিজয় লাভ করে। ভিপি পদে জয়ী হন নীলফামারীর দক্ষিণ দোনদরী গ্রামের মোস্তাকুর রহমান জাহিদ।

ইএফ/