পঞ্চগড় জেলার তিন কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি যা জেলায় বিরল ঘটনা। এর মধ্যে এক কলেজের সব ছাত্রী বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর দেখা যায়, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ ও তেঁতুলিয়ার আলহাজ তামিজ উদ্দীন কলেজ থেকে কেউই পাস করেনি।
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন বলেন, “ভর্তি হওয়ার পর মেয়েদের একে একে বিয়ে হয়ে যায়। ফলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি।”
মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন জানান, ১৪ বছর ধরে কলেজটি এমপিওভুক্ত নয়, নিয়মিত শিক্ষকও নেই।
অন্যদিকে তেঁতুলিয়ার কলেজে মাত্র দুইজন পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হয়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম আফতাবুর রহমান হেলালী বলেন, “তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে এবং সরেজমিন তদন্ত করা হবে।”