শুভেচ্ছা মিছিলের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল শেষে সভাপতির বক্তব্যে খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, "৫ আগষ্টের পরবর্তী সময়ে ষড়যন্ত্র করে একটি গোষ্ঠী রাজশাহী কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করেছিল। ৫ আগস্ট সমসাময়িক যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল তারাই এখন একটি সংগঠনের নেতৃত্বে এসে এই রাজশাহী কলেজে বড় করে একটি প্রোগ্রাম করছে।

তিনি বলেন, প্রিন্সিপাল স্যার কে আমরা বলেছিলাম এই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে দিবেন না। কিন্তু এই দেড় বছর ধরে এই রাজশাহী কলেজে তারা গুপ্ত রাজনীতি করে তারা শক্তি অর্জন করে আজকে তারা একটি বড় করে প্রোগ্রাম করছে৷

তিনি আরো বলেন, ৫ আগস্টের আগেও এই কলেজে রাজশাহী কলেজ ছাত্রদল মাথা উঁচু করে রাজনীতি করে গেছে। তিনি বলেন, কলেজ প্রশাসন গতকাল ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার অনুমতি দিয়েছে, এখন থেকে প্রত্যেক দিন কলেজ ক্যাম্পাসে রাজনীতি হবে। স্লোগানে স্লোগানে আমরা জবাব দিব। আপনারাও প্রকাশ্যে রাজনীতি করেন, আমরাও দেখতে চাই, আপনাদের সংগঠনে কারা কারা আছে। কোন কোন ছাত্রলীগ নিয়ে আপনারা সংগঠন করছেন। এছাড়াও তিনি বলেন, প্রত্যেক রবিবার তাদের রুটিন অনুযায়ী মিছিল অনুষ্ঠিত হবে।

প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, রাজশাহী কলেজে মিটিং, মিছিল, প্রোগ্রাম বন্ধ ছিল। তবুও আমাদের ছাত্রদলের ভাইয়েরা ক্যাম্পাসের বাইরে প্রকাশ্যে মিটিং, মিছিল প্রোগ্রামে অংশ নিয়েছে। তারপরও ছাত্রদলের ভাই ও বোনেদের দমিয়ে রাখতে পারেনি।

তিনি বলেন, সবাই অবগত আছেন যে এতদিন বিভিন্ন সংগঠনের ভিতরে জড়িয়ে ছিল এমন অনেকে গুপ্ত রাজনীতি করেছেন। কিন্তু আজকে তারা নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। রাজশাহী কলেজ ছাত্রদলের ভাই ও বন্ধুগণ, আপনারা কি দিবেন এমন ষড়যন্ত্র করতে? আপনাদের কাছে অনুরোধ, যেখানেই পরিচয়বিহীন, গুপ্ত বাহিনী পরিচয় গোপন করে যে কেউ যেকোনো জায়গায় জঙ্গিবাদ করার চেষ্টা চালাতে চায়, আপনারা প্রতিহত করবেন।

এছাড়াও তিনি বলেন, আমরা কখনো লুকিয়ে কোনো কাজ করিনি। শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন, আমরা তাদের মোকাবিলা করেছি, এই রাজশাহী কলেজের মাটিতে থেকেই করেছি। কিন্তু ছাত্রলীগে থেকে করিনি, ছাত্রলীগের মধ্যে ঢুকে করিনি।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুভেচ্ছা মিছিলটি কলেজের মেইন গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। কলেজের প্রশাসন ভবনের সামনে নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ইএফ/