রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে খুলে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ইনকিলাব মঞ্চ বেরোবি শাখা ও শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে শহীদের স্মৃতি মুছে ফেলার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর বা গভীর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলা হয়। সকালে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা দেখতে পান—কিছু ব্যানার সম্পূর্ণভাবে খুলে নেওয়া হয়েছে, আবার কিছু ব্যানার গাছের ডাল থেকে নামিয়ে নিচে ফেলে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, শহীদ ওসমান হাদির বিপ্লবী আদর্শ ও সংগ্রামী চেতনা ছড়িয়ে দিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ক্যাম্পাসের প্রধান সড়ক, একাডেমিক ভবনসংলগ্ন এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল। এসব ব্যানারে শহীদের ছবি, নাম ও স্মরণবার্তা সংবলিত স্লোগান ছিল।

ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শহীদের স্মৃতিকে অবমাননার শামিল। তারা দাবি করেন, মতাদর্শগত বিরোধ থেকে এ ধরনের ন্যক্কারজনক কাজ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, “শহীদ ওসমান হাদি আমাদের কাছে শুধু একজন ব্যক্তি নন, তিনি আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক। তার স্মরণে শান্তিপূর্ণভাবে ব্যানার টানানো হয়েছিল। যারা এগুলো নামিয়েছে, তারা ইতিহাস মুছে ফেলতে চায়—কিন্তু আমরা তা হতে দেব না।”

ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারা এই কাজ করেছে, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ দমন করা যাবে না এবং ভবিষ্যতে আরও শক্তভাবে কর্মসূচি পালন করা হবে।