নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, “ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি।”
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলেছে বিকাল ৪টা পর্যন্ত। দুপুরে ৪২ শতাংশ থাকা উপস্থিতি শেষে ৭২ শতাংশে উঠে যায়।
২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ছিল কঠোর।
যদিও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কিছু অভিযোগ ওঠেছে, তবে কোনো সংঘর্ষ বা বর্জনের ঘটনা ঘটেনি। ছাত্রছাত্রীদের উৎসাহে দীর্ঘ দিন পর ক্যাম্পাসে নির্বাচনী উৎসবের আবহ ফিরে এসেছে।