গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী জাতীয় হ্যাকাথন HackTheAI 2025 শেষে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল DU_Prometheus। দেশের ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪২টি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়।
প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নেয় ৫০টি দল। টানা ৮ ঘণ্টা কোডিং, সমস্যা সমাধান ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে চলে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত শীর্ষস্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানারআপ হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের Ontorponthik, আর দ্বিতীয় রানারআপ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের Ginger দল।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “এই হ্যাকাথন প্রমাণ করেছে—বাংলাদেশের তরুণরা শুধু দেশেই নয়, বিশ্ব প্রযুক্তি বাজারেও প্রতিযোগিতা করতে পারবে।”
বিজয়ী দলের সদস্যরা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তাদের প্রজেক্ট ভবিষ্যতে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাতে পারে।
আইটি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের বাস্তব সমস্যার সমাধানমুখী উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে। একই সঙ্গে দেশের সফটওয়্যার শিল্পে নতুন বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার পথও খুলে দেয়।