দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ তিনটি পদে বিজয়ী হয়েছেন—সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির।

নির্বাচনের ফলাফল ও ভোটের পরিসংখ্যান:

  • ভিপি মোস্তাকুর রহমান জাহিদ – ১২,৬৮৭ ভোট
  • জিএস সালাহউদ্দীন আম্মার – ১১,৫৩৭ ভোট
  • এজিএস এস এম সালমান সাব্বির – ৬,৯৭১ ভোট
  • মোস্তাকুর রহমান জাহিদ (ভিপি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে। বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক। শিক্ষাজীবনে জাহিদ কৃষি বিজ্ঞানভিত্তিক গবেষণা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়।
  • সালাহউদ্দীন আম্মার (জিএস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলায়। বাবা আখতারুজ্জামান খুলনায় ব্যবসায়ী, মা রোকেয়া খানম স্কুল শিক্ষিকা। রাজনীতিতে পরিচিতি অর্জন করেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ আন্দোলনের নেতৃত্বে।
  • এস এম সালমান সাব্বির (এজিএস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী সদর উপজেলায়। তিনি শের-ই বাংলা হলে আবাসিক শিক্ষার্থী এবং সমাজসেবা, রক্তদান ও সচেতনতা কার্যক্রমের সঙ্গে নিয়মিত যুক্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রেক্ষাপট:
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ভিপি ও এজিএস পদসহ ২০টি পদে জয়ী হয়েছে। বাকি ৩টি পদে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দীন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হয়েছেন।

হল সংসদ নির্বাচন:
১৭টি হলে মোট ২৫৫টি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ২৩৪টিতে জয়ী হয়েছেন। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ সব পদে জয় নিশ্চিত।