বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট, আর জিএস পদে সাঈদ বিন হাবীব পেয়েছেন ৮,০৩১ ভোট। এজিএস পদে একমাত্র ব্যতিক্রম ঘটে জয়ী হন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক, যার প্রাপ্ত ভোট ৭,০১৪।
চবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৩টি কেন্দ্রে। অংশ নেয় ১৩টি প্যানেলের ৯০৮ প্রার্থী। ২৭,৫১৮ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট হয় ব্যালটে, গণনা করা হয় ওএমআর পদ্ধতিতে।
ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও রাতে ফল ঘোষণার আগে কিছু কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৯৯০ সালের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে শিক্ষার্থীরা দেখছেন গণতান্ত্রিক চর্চার নব সূচনা হিসেবে।