খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে গুলি করে হত্যার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত সশস্ত্র গোষ্ঠি ইউপিডিএফসহ সক্রিয় সশস্ত্র দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও দ্রুত ন্যায়সংস্থানের দাবি করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার সমাবেশে বলেন, ২৭ সেপ্টেম্বর গুইমারায় আমাদের আঞ্চলিক ভাই-বোনদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই ধারাবাহিকে ওই সন্ত্রাসীরা তিন সেনা কর্মকর্তা ও মোট ১০ জনকে আহত করেছে এগুলো তাদের নিয়মিত অত্যাচারের অংশ। তিনি আরও বলেন, পাহাড়ের সাধারণ জনগণও এ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন এবং এসব গ্রুপকে অস্ত্রহীন করে দমন না করলে নিরাপত্তাহীনতা বাড়বে।

আরবি বিভাগের শিক্ষার্থী হারুনুল ইসলাম রিফাত বলেন, আমরা শুধুমাত্র নিজ দলের নয়, সকল নিরীহ সম্প্রদায়ের নিরাপত্তা চাই। প্রশাসন দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনুন।

পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল্লাহ আল রায়হান বলেন, গুম, খুন ও সন্ত্রাস জনগণের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলেছে। রাষ্ট্রজনিত প্রতিকার ও সীমান্ত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পার্বত্য অঞ্চলে অস্থিরতা বন্ধ হবে না।

সমাবেশে শিক্ষার্থীরা পুলিশের মাধ্যমে দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং পাহাড়ি–অপ্রচ্ছন্ন এলাকায় অস্ত্রের যোগান বন্ধ করার ওপর জোর দাবি তুলেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করে নাগরিক ও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণেরও আহ্বান জানিয়েছে।