ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে শুরু হওয়া ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়।
সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামী বাংলাদেশের কোনো স্থান খুনি হাসিনা বা তার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের জন্য থাকবে না। এখনও তারা বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় রয়েছে। আমাদের উদ্দেশ্য তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করানো এবং পুলিশের হাতে সোপর্দ করা।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন। এদের প্রতিরোধ করা আমাদের দায়িত্ব।
এ সময় ডাকসু ভিপি উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশের জন্য কিছু করতে হলে শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকা জরুরি। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে আক্রান্ত হচ্ছে, যার একটি কারণ হলো পর্যাপ্ত শরীরচর্চা না করা। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির এ ধরনের সৃজনশীল কার্যক্রম চালিয়ে আসছে, তবে ফ্যাসিস্ট শাসনামলে এগুলো জনপরিসরে আয়োজন করা সম্ভব হয়নি।
কায়েমের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।