ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ব্যবসায় প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটেছে।
মারধরকৃত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাদ্দাম হলের আবাসিক।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাতে। জানা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সামনে রাত সাড়ে ১১টা পর্যন্ত কিছু শিক্ষার্থী সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজায়। পরে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী কেন্দ্রীয় ক্রিকেট মাঠে রাতভর শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করে ক্রিকেট খেলতে থাকে। এতে বিরক্ত হয়ে ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শব্দদূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহফুজ।
ফজরের নামাজের সময় হল থেকে বের হলে ঘটনাস্থলে থাকা কয়েকজন ক্রিকেট খেলোয়াড় তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তারা পোস্টটি ডিলিট করতে বলেন। চাপের মুখে মাহফুজ সকালেই পোস্টটি মুছে ফেলেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।
মাহফুজ জানান, বিকেলে মাগরিবের নামাজের আগে সেন্ট্রাল মসজিদের কাছে তাকে একা পেয়ে ১৫–২০ জন শিক্ষার্থী এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা, ঘাড় ও কাঁধে আঘাত লাগে। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জাকিয়া আক্তার বলেন, তার মাথা ও কাঁধে ফোলাভাব রয়েছে। গুরুতর আঘাত নয়, তবে চিকিৎসা প্রয়োজন ছিল।
এ ঘটনায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর জানান, রাতের খেলার বিষয়ে তিনি কিছু জানতেন না। ক্যাম্পাসে এসে বিষয়টি খতিয়ে দেখবেন।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ক্যাম্পাসে উচ্চ শব্দ নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ক্যাম্পাসে এসে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।