জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বছরও শিফটভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে এবং আসনসংখ্যার প্রায় ১০ গুণ পরীক্ষার্থীকে মেধাতালিকায় রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডি ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭০ হাজার ২২৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৮২ দশমিক ৫৭ শতাংশ ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন গড়ে ২২৬ জন শিক্ষার্থী, যা প্রতিযোগিতার তীব্রতা স্পষ্ট করে।
ফল বিশ্লেষণে দেখা যায়, মোট ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। নারী শিক্ষার্থীদের পাসের হার তুলনামূলকভাবে বেশি। পাঁচটি শিফটে অংশ নেওয়া ৩৩ হাজার ৪৯১ জন নারী শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন পাস করেন, যা শতকরা ৪৩ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে, চারটি শিফটে অংশ নেওয়া ২৪ হাজার ৪৯১ জন পুরুষ শিক্ষার্থীর মধ্যে পাস করেন ৮ হাজার ২৩৭ জন। ছেলেদের পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “গতবারের মতো এবারও মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে। ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”
ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।