রাজধানীতে ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।

তালাবদ্ধ ভবনগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন। বুধবার সকালে ক্যাম্পাসে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা এসে তালাবদ্ধ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন নিজের ফেসবুক পেজে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি পোস্ট করে লিখেছেন,
১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।
লকডাউন বিএসএল চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি, তবে তদন্ত এখনো চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, শিগগিরই সম্পূর্ণ রিপোর্ট হাতে পাব। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত একই সংগঠনের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনটির কিছু সাবেক নেতা ক্যাম্পাসে সক্রিয়। তারা রাজনৈতিকভাবে লকডাউন কার্যক্রম বাস্তবায়নে নানা প্রচেষ্টা চালাচ্ছে।

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রশাসন বলছে, শিক্ষার পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।