ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই হামলার প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডাকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি, অপরাজেয় বাংলাসহ বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
মিছিলকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— “আমরা সবাই হাদি হবো”, “গুলির মুখে কথা কবো”, “হাদির বুকে গুলি চলে, প্রশাসন কী করে” ইত্যাদি। শিক্ষার্থীদের ভাষ্যে, এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মুক্ত অভিব্যক্তির ওপর আঘাত।
সমাবেশে হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন,
“সহস্র শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইন্টেরিম সরকার। হাদির ওপর যেভাবে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা পরিকল্পিত হত্যাচেষ্টা ছাড়া কিছু নয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ বলেন,
“গুলিটি একেবারে কানের নিচে লক্ষ্য করে চালানো হয়েছে—এটি স্পষ্টতই পেশাদার শ্যুটারের কাজ। হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা ষড়যন্ত্র হলে তার দায় প্রশাসনকে নিতে হবে। আমরা সার্বক্ষণিক নজর রাখছি।”
এজিএস মহিউদ্দিন খান বলেন,
“ওসমান হাদির সংগ্রাম একক কোনো মানুষের নয়; এটি জুলাইয়ের আন্দোলনের ধারাবাহিক সংগ্রাম। হামলার মাধ্যমে সেই চেতনাকে স্তব্ধ করা যাবে না।”
সমাবেশে বক্তারা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিরাপত্তাহীনতার পরিবেশ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।