বিদ্যুৎ সংকটের কারণে খুলনা অঞ্চলে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে জনজীবনে নেমেছে দুর্ভোগ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং আদানির একটি ইউনিট বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, দুটি ইউনিট বন্ধ থাকলেও শিগগিরই চালু হওয়ার কথা। বর্তমানে কয়লা সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি কিছুটা উন্নত হবে।

ওজোপাডিকোর তথ্যানুযায়ী, খুলনাসহ ২১ জেলায় চাহিদা ছিল ৬৩৩ মেগাওয়াট, সরবরাহ পাওয়া গেছে ৫৭৭ মেগাওয়াট অর্থাৎ ঘাটতি ৫৬ মেগাওয়াট।

স্থানীয়রা জানান, ঘন ঘন লোডশেডিংয়ে অনলাইন ক্লাস, গবেষণা ও ব্যবসায়িক কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। বাসাবাড়িতেও মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে প্রচণ্ড গরমে। কর্তৃপক্ষ বলছে, কয়লা আমদানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি উন্নত হবে।