বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হল সংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ফিতা কেটে জিমনেশিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘পরবর্তী বাংলাদেশের কর্ণধার হিসেবে শিক্ষা, গবেষণা ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখতে সুস্থ মন ও সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকে আমরা প্রতিদিন সকালে ‘মর্নিং রাইড’ প্ল্যাটফর্মের আয়োজন করেছি। যারা নিয়মিত শরীরচর্চা করেন এবং যারা এখনও শুরু করেননি সবাই এখানে অংশ নিতে পারেন।’
ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, “ঢাবির অন্যান্য হলের তুলনায় এফ রহমান হল ছোট হওয়া সত্ত্বেও আজ এই জিমনেশিয়াম উদ্বোধনের মাধ্যমে আমাদের অনেক দিনের প্রত্যাশা পূর্ণতা পাচ্ছে। আমরা আশা করি ধীরে ধীরে জিমনেশিয়ামটি একটি পূর্ণাঙ্গ জিমনেশিয়ামে রূপ নেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, এফ রহমান হল সংসদের ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্লাহ হাবিব, এজিএস আব্দুল্লাহ আল জুবায়ের এবং অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আবরার হোসেন।