ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শৈশবের বন্ধুত্ব শেষ হয়েছে নির্মম হত্যাকাণ্ডে। বৃহস্পতিবার গভীর রাতে বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে উমর হাসান (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বন্ধু খাইরুল আমিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি দুজনের মধ্যে ব্যক্তিগত বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরেই রাতে উমরের ঘরে প্রবেশ করে খাইরুল। ধারালো দা দিয়ে উমরকে কুপিয়ে হত্যা করে।
উমরের মা রাহেলা বেগম বলেন, “ছেলের চিৎকার শুনে ঘরে ঢোকার চেষ্টা করলে আমাকেও কোপ মারে।”
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে এবং সকালে অভিযান চালিয়ে খাইরুলকে গ্রেপ্তার করে।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। মামলার প্রস্তুতি চলছে।”