লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তর চণ্ডিপুর এলাকার একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ব্যবসায়ী মিজান হোসেনের স্ত্রী জুলেখা বেগম এবং তার কলেজপড়ুয়া মেয়ে তানহা মীম। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি বা পূর্বপরিকল্পিত হামলার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস। তদন্তের জন্য একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন করা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের প্রশ্ন—“একই পরিবারে এমন নির্মম হত্যাকাণ্ড, নিরাপত্তা কোথায়?”