নরসিংদীতে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় ১২ সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে এই ঘটনা ঘটে।
সাংবাদিকরা জানান, ড্রিম হলিডে পার্কের সামনে তাদের বহনকারী বাসগুলো পার্কিং করা হয়েছিল। তখন স্থানীয় একদল সন্ত্রাসী বাসে আসে এবং চাঁদা দাবি করে। সাংবাদিকরা প্রতিবাদ করলে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা বাসের চাবি নিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের ভয়ভীতি দেখাতে চেষ্টা করে, এমনকি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
আক্রমণে অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হন, তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল জানান, ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে প্রায় ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সকালে পার্কে যান। দিনভর অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকায় ফেরার পথে বাসগুলো পার্কিং করার সময় হামলার শিকার হন তারা। তিনি বলেন, “সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। নারী ও শিশুসহ সবাই আতঙ্কিত হয়ে পড়ে।”
নরসিংদী পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে আটক করেছে। ঘটনার বিষয়ে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ক্র্যাব নেতারা জানিয়েছেন, এমন ঘটনা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক। তারা আশা করেন, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পুলিশের দ্রুত কার্যক্রম সাংবাদিকদের নিরাপত্তা ও সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।