শুক্রবার (১৭ অক্টোবর) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পাশে লেকে ভেসে ওঠে লুৎফে রব্বানী (৬৮)-এর মরদেহ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।
হাতিরঝিল থানার এসআই ফারুক আহমেদ জানান, নিহতের পরিবার গুলশান থানায় নিখোঁজ ডায়েরি করেছিল।
তিনি বলেন, “১৫ অক্টোবর রাতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি লিখে যান ‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও।’”
রব্বানী পারকিনসন ও ডিমেনশিয়ায় ভুগছিলেন। পুলিশ আত্মহত্যা হিসেবে মামলা করেছে।
তিনি গুলশান–১ নম্বর সড়কের বাসায় মেয়ের সঙ্গে থাকতেন। পরিবারে স্ত্রী ও একমাত্র কন্যা রয়েছেন।