চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আবাসিক ভবনের জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ চোরচক্রের চুরির ঘটনার প্রায় এক মাস পর চক্রটির মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাত ভরি সাত আনা চার পয়েন্ট স্বর্ণালংকার এবং একটি চোরাই মোবাইল ফোন।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর গভীর রাতে গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লকের একটি চারতলা ভবনের ফয়সল আবদুল্লাহ আদনানের ফ্ল্যাটে সেলাই রেঞ্জ ব্যবহার করে জানালার গ্রিল কেটে ঢোকে চোরেরা। তারা আলমারি ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণ, দুই লাখ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর, ১১ নভেম্বর ভুক্তভোগী হালিশহর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগর, নোয়াখালী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালায়। এসব অভিযানে চোরচক্রের মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯), তার সহযোগী ইয়াসিন আরাফাত শাকিল (২৫)সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত স্বীকারোক্তি দেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণের একটি বড় অংশ এবং চোরাই মোবাইল উদ্ধার করে পুলিশ। তবে অবশিষ্ট স্বর্ণালংকার ও নগদ টাকার বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, এ চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই কায়দায় গ্রিল কেটে চুরি করত। তাদের অন্যান্য সহযোগীর খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।