মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের এই অনন্য কীর্তি রেকর্ডে স্থান করে নিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার অংশ নেন।

এই ঐতিহাসিক মুহূর্তে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মনোমুগ্ধকর কৌশল প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়ে।

বিজয় দিবসের এই জমকালো আয়োজন দেখতে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও পুরোনো বিমানবন্দরের প্রধান ফটকে দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়। ‘এয়ার শো’ উপভোগ করতে সাধারণ মানুষের ঢল নামে পুরো এলাকাজুড়ে।

এই আয়োজন মহান বিজয় দিবসের আনন্দ, গৌরব ও দেশপ্রেমের আবহকে আরও উজ্জ্বল করে তোলে।