মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে একক উৎস থেকে চুক্তি দেওয়ার মাধ্যমে সরকারের প্রায় ৩০৯ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার (১২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তানজিল আহমেদ বাদী হয়ে ঢাকায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সরকারি সচিব ও প্রকৌশলীরা।
এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে পূর্বের টেন্ডার বাতিল করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎস থেকে টোল আদায়ের চুক্তি দেওয়া হয়। পাঁচ বছরের চুক্তিতে কোম্পানিকে দেওয়া হয় আদায়কৃত টোলের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জ।
এতে সিএনএস লিমিটেড ৪৮৯ কোটি টাকা বিল নেয়, যা বাজারদরের তুলনায় অনেক বেশি। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, সরকারের ক্ষতি হয়েছে ৩০৯ কোটি ৪২ লাখ টাকা।
দুদক বলছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও আত্মসাতের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন।