দুর্নীতির অপরাধে দোষ স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর মেয়ে নন্দিতা সুর চৌধুরী। বুধবার (৮ অক্টোবর) আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ অমান্য করে নন্দিতা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেন। অভিযোগ গঠনের সময় তিনি নিজের দোষ স্বীকার করেন।
২০২৪ সালের ডিসেম্বরে দুদক তার বিরুদ্ধে মামলা করে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দেওয়ায় এই মামলা দায়ের হয়। দুদকের তদন্তে উঠে আসে, নন্দিতার পরিবারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ।
দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে আলোচিত পি কে হালদার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতা তদন্তে এস কে সুরের পরিবারের নাম উঠে আসে। পরে এস কে সুর ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। জানুয়ারিতে তাকে গ্রেপ্তারও করা হয়।