ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের কাজ যাচাই-বাছাইয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ–১) প্রকল্পের আওতায় সম্পন্ন হওয়া কাজগুলোর মান ও নকশা অনুযায়ী বাস্তবায়ন হয়েছে কিনা তা পরীক্ষা করবে কমিটি।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সংস্থার সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।
তিনি জানান, প্রকল্পের আওতায় সম্পন্ন হওয়া সড়ক ও ড্রেনের কাজ ড্রইং–ডিজাইন অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা, তা কমিটি সরেজমিন যাচাই করবে। পাশাপাশি প্রয়োজনে পরিদর্শন, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করবে।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকল্প পরিচালক। সদস্য সচিব হিসেবে থাকবেন ১৮টি ওয়ার্ডের প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। এছাড়া কমিটির আরও দুই সদস্য হচ্ছেন সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী।
ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই যাচাই–বাছাইয়ের উদ্দেশ্য হলো নির্মাণমান নিশ্চিত করা এবং ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলোকে আরও দক্ষভাবে বাস্তবায়ন করা। এতে নাগরিক সেবা ও টেকসই অবকাঠামো রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।