আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া সংক্রান্ত চুক্তি শতভাগ সম্পন্ন করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজ ব্যবস্থাপনায় বাড়িভাড়া চুক্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি হজ এজেন্সির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে, যাতে কোনো অনিয়ম বা বিলম্ব না ঘটে। তিনি বলেন, ইতোমধ্যে মক্কা ও মদিনায় উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রীর জন্য আবাসন চুক্তি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের ক্ষেত্রেও নির্ধারিত ডেডলাইনের মধ্যেই চুক্তি শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কঠোরভাবে বলা হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সুষ্ঠু ও নিরাপদ হজ ব্যবস্থাপনার জন্য নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সব কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের হজ কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় ধর্ম উপদেষ্টা এ বছর বাংলাদেশের হজযাত্রী কোটা নির্ধারণে সৌদি সরকারের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বৈঠকে আরও আলোচনা হয়—দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে।

সাক্ষাৎকালে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।