সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, ফারজানা চৌধুরীর নামে মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকার সম্পদের তথ্য অনুসন্ধানে পাওয়া গেছে। তবে বৈধ আয় হিসেবে শনাক্ত করা হয়েছে মাত্র ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা। অর্থাৎ সোয়া ২ কোটি টাকার বেশি সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। দুদকের ভাষ্যমতে, এই অর্থের বৈধ উৎস সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি ফারজানা চৌধুরী।

এজাহারে উল্লেখ করা হয়, সম্পদ বিবরণী জমার নোটিশ পাঠাতে গত ২০ জুলাই দুদকের একটি দল তার ঠিকানায় যায়। তবে নোটিশ গ্রহণ করতে কেউ রাজি না হওয়ায় নিয়ম অনুযায়ী মূল ফরম ঝুলিয়ে দিয়ে জারি করা হয়। এরপরও নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ অবস্থায় সম্পদ বিবরণী দাখিল না করা এবং আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, যথাসময়ে বিবরণী দাখিল না করা ইচ্ছাকৃত আইনি বাধা সৃষ্টি এবং অবৈধ সম্পদের ব্যাপকতার বিষয়টিকে আরও স্পষ্ট করে।

দুদক কর্মকর্তারা জানান, এই মামলার পর তদন্ত আরও বিস্তৃত করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, সম্পত্তির কাগজপত্র এবং লেনদেনের রেকর্ড সংগ্রহ করা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনের নিয়মেই বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।

সাবেক এমপি শাওনের পরিবারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। নতুন এ মামলার কারণে বিষয়টি আবারও আলোচনায় এসেছে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে।