বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৪৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। প্রযুক্তি-নির্ভর অনুসন্ধানের মাধ্যমে অক্টোবর মাস জুড়ে পরিচালিত এই অভিযানে ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।

শনিবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হারানো মোবাইল ফোনের বিষয়ে মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাক করে উদ্ধার অভিযান পরিচালনা করে। গত ১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এসব অভিযানে পল্টন থানা পুলিশ মোট ৪৬টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন থানার এএসআই ইকবাল হোসেন নেতৃত্ব দেন। পরে গত বুধবার (২৯ অক্টোবর) থানার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে মালিকদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ফারাবী, পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন এবং থানার সেকেন্ড অফিসার।

ডিএমপি কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হারানো সম্পদ দ্রুত ফেরত দেওয়া সম্ভব হচ্ছে। এর আগে গত ১০ মাসে পল্টন থানা পুলিশ প্রায় ৪০০টির বেশি হারানো ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দিয়েছে।

মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা ডিএমপি ও পল্টন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আজকের দিনে মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার। পুলিশ যেভাবে আন্তরিকভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।