রাজধানীর মুগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রীন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) এবং মো. আল আমিন (২৪)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “পুলিশ একটি সন্দেহজনক প্রাইভেটকারে তাদের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দুই ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে পাশের বাউন্ডারি ওয়ালে কিছু ফেলে দেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আরও একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়।”
পরে ওয়ালের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাইভেটকার তল্লাশিতে বিশেষভাবে লুকানো একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোনও পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
উদ্ধারকৃত সামগ্রীর সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে অন্য কোনো সহযোগী জড়িত কিনা।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এই ধরনের অভিযান ভবিষ্যতে শহরের নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। স্থানীয়রা এ ধরনের অপরাধের বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
মুগদা থানার পুলিশ অভিযান চলমান রাখছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত করার চেষ্টা চলছে।