ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ ও পরবর্তী ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার মানুষের সাহায্যে এগিয়ে এলো বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি ত্রাণসামগ্রী বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো সহায়তার মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ, তাঁবু এবং অন্যান্য জরুরি ব্যবহার্য সামগ্রী। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। শ্রীলঙ্কার সরকার এ সহায়তার জন্য বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
ঘূর্ণিঝড় ও বন্যায় দেশটির বহু এলাকা এখনো পানিতে ডুবে আছে। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনো নিখোঁজ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম আরও কঠিন হয়ে উঠেছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণের দুর্ভোগ লাঘবে এ সহায়তা দ্রুত পাঠানো হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দিয়েছে ঢাকা।