ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই লাখ অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। নগরজুড়ে পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মূল সড়ক, রাজপথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় ভিজ্যুয়াল দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য নিশ্চিত করেন। সভায় ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত অভিযানের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
ডিএনসিসি প্রশাসক জানান, অপসারণ করা ব্যানারের মধ্যে ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ১৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের। তিনি বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে আমাদের এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। নগরবাসীও অবৈধ ব্যানার এবং পোস্টারের ভিজ্যুয়াল দূষণকে আর সহ্য করছে না।”
অ্যাডমিনিস্ট্রেটর আরও জানান, সবচেয়ে বেশি ব্যানার অপসারণ হয়েছে অঞ্চল-৩ থেকে, যেখানে ৬৫ হাজার ১৫০টি ফেস্টুন সরানো হয়েছে। এছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার এবং অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার অপসারণ করা হয়েছে।
তিনি সকল রাজনৈতিক নেতা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ করেন, “শহরের সৌন্দর্য রক্ষা করতে কেউ আর এ ধরনের অবৈধ প্রচারণায় অংশ নেবেন না এবং সংশ্লিষ্টদেরও সতর্ক করবেন।”
ডিএনসিসি জানায়, আগামী মাসেও এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর সহায়তায় এবং নিয়মকানুন মেনে চলার মাধ্যমে ঢাকা একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক শহর হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা করা হচ্ছে।