বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের চতুর্থ তলার ৩০৪ নম্বর কক্ষে আজ সোমবার জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে। বৈঠকে প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে মতবিনিময় হবে।

জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো: ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিরা নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করবেন।

বৈঠকে অংশ নেওয়া ৮টি সংগঠন হলো:

  • বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)
  • কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, স্থানীয় সরকার বিভাগ
  • অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি
  • ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
  • বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি)
  • ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)
  • ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)

বৈঠকটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্তকরণের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।